মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে বিশ্ব “মা” দিবস ২০২৪ পালিত হয়েছে। রোববার (১২মে ) দুপরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলার তথ্য অফিসার আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মো: হাবিবুর রহমান,জেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসার মিলন গান্ধী চাকমা,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।আলোচনা সভা অনুষ্ঠানে স্কুল কলেজে ছাত্রী,বিভিন্ন এলাকা থেকে আগত মা’সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন