মৌলভীবাজার প্রতিনিধি \
মৌলভীবাজার জেলার বড়লেখা,জুড়ী ও কুলাউড়ায় ষষ্ঠ উপজেলা ১ম ধাপের (৮মে) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮মে) সকাল ৮টা থেকে জেলার ৩ উপজেলার ২১৬ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে শান্তিফ’র্নভাবে বিকাল ৪টা সমাপ্ত হয়েছে। তিন উপজেলার এর আগে দুর্গম এলাকা বিবেচনায় ভোটের আগের দিন জুড়ীতে ৭টি কেন্দ্র, বড়লেখায় ৪টি কেন্দ্র এবং কুলাউড়ায় ৩৭টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়। তিনটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী ৩৬ জন। এর মধ্যে কুলাউড়ায় ১১ জন, বড়লেখায় ৯ জন এবং জুড়ীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। তিনটি উপজেলার ২১৬টি কেন্দ্রের মধ্যে কুলাউয়া ১০৩ টি, জুড়ীতে ৪৪ টি এবং বড়লেখায় ৬৯ টি কেন্দ্রে রয়েছে। সাবেক জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক বর্তমানে চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি (কাপ-পিরিচ), সাংবাদিক দেও জানান ভোটের পরিবেশ ভাল,ভোটার উপস্থিতি ভাল জয়ের জন্য আশাবাদী। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম জানালেন ভোট দিতে আসা গোয়ালবাড়ী ইউনিয়নে কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রাহি গোয়ালা। সকালে সমতল বস্তি ও হাওর এলাকায় অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও চা বাগান এলাকায় উপস্থিতি কিছুটা লক্ষনীয় ছিল। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পাড়ে বলে জানান সংশ্লিষ্ট প্রিজাডিং অফিসার। পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব আইন শৃংখলার কাজে মাঠে মোতায়েন করা হয়েছে। কুলাউড়া, জুড়ী ও বড়লেখার রির্টানিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন