মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জায়গা পরিদর্শন করেছে সংশ্লিষ্ট টিম। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী ইমিগ্রেশন চেক পোস্ট ও গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গত ১৩ ফেব্রুয়ারি স্থল বন্দর স্থাপনের জন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বরাবরে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম সচিব আতিকুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন স্থল বন্দর অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুর রহমান। উক্ত কমিটি সরেজমিন বৃহস্পতিবার এলাকাগুলো পরিদর্শন কালে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলতলা ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মহিদুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, ব্যবসায়ী আবুল কালাম, নাজমুল আলম লিজন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উক্ত টিম বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিম, জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির এম এ মুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রতীশ চন্দ্র দাস, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক কামরুল হাসান নোমান, মোঃ বেলাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিম প্রধান ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুর রহমান বলেন, সরেজমিন পরিদর্শনে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে কথা বলে স্থল বন্দরের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে হচ্ছে। স্থল বন্দর হলে জুড়ীতে ব্যবসার প্রসার ঘটবে, এলাকার উন্নয়ন হবে। আমরা ইতিবাচক প্রতিবেদন জমা দেব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন