৩৭৬ কোটি টাকায় বিক্রি হলো ক্লিমটের ‘হারিয়ে যাওয়া’ পেইন্টিং

অস্ট্রীয় শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব মিস লিজার’ পেইন্টিং বুধবার ভিয়েনায় এক নিলামে সাড়ে ৩৭৬ কোটি টাকায় বিক্রি হয়েছে।

ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল। নাৎসি আমলে ইহুদি ওই পরিবার নিপীড়নের শিকার হয়। ১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট।

১৯১৮ সালের ফেব্রুয়ারি মাসে ক্লিমট মারা যান। তাই পোর্ট্রেটের কিছু কাজ বাকি থেকে গিয়েছিল।

 

পোর্ট্রেটটি হারিয়ে গিয়েছে বলে অনেক দিন মনে করা হয়েছে। কিন্তু এটি আসলে কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝুলানো ছিল বলে নিলাম প্রতিষ্ঠান ইম কিনস্কি জানিয়েছে।

 

পেইন্টিংটির বর্তমান মালিক তাঁর এক দূর-সম্পর্কের আত্মীয়র কাছ থেকে দুই বছর আগে পোর্ট্রেটটি পেয়েছিলেন।

এর আগে গত বছর ক্লিমটের ‘লেডি উইথ এ ফ্যান’ পেইন্টিংটি লন্ডনে নিলামে এক হাজার ১১ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন