চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র বিক্ষোভে পুলিশের বাধা

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে চাঁপাইনবাবগঞ্জেবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপিআয়োজিত কর্মসূচীটি পুলিশী বাধার মুখে সংক্ষিপ্ত করা হয়। শহরের ফুডঅফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হবার পরপরই পুলিশ এতে বাধা দেয়।এমতাবস্থায় আর এগোতে পারেনি মিছিলটি। নেতৃবৃন্দ ওই স্থানেই সংক্ষিপ্ত পথসমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি আ্যাড. রফিকুল ইসলাম টিপু,সহসভাপতি মবিনুর রহমান মিয়া, জেলা যুবদল সভাপতি তবিউল ইসলাম তারিফপ্রমুখ। বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন। তাঁরাখালেদা জিয়ার সুচিৎিসারও দাবী জানান। কর্মসূচীতেবিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা অংশ নেন।উল্লেখ্য, এর আগে গত সোমবারও ( ১৬ জুলাই) জেলা যুবদল আয়োজিত অনুরুপ কর্মসূচী পুলিশী বাধার মুখে সংক্ষিপ্ত করা হয়। ###