ট্রাম্পের আবেদন ৪ রাজ্যের ভোট গণনা বন্ধে আদালতে

gbn

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো হাতে গোনা কয়েকটি অঙ্গরাজ্যের জয়-পরাজয়ের ওপর ঝুলে আছে। এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি সেসব অঙ্গরাজ্যে। তার মধ্যে অন্তত চারটিতে ভোট গণনা বন্ধে আদালতে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প।    বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প উইসকনসিন, পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা বন্ধের জন্য আদালতে আবেদন করেছেন।    এর মধ্যে মিশিগানে জয় পেয়েছেন জো বাইডেন। উইসকনসিনেও বাইডেনের জয়ের পূর্বাভাস দিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো। আর পেনসিলভানিয়ার ভোট এখনো গণনা পর্যায়ে রয়েছে।    এমন পরিস্থিতিতে এই চারটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল নিজেদের দিকে নিতে আইনি লড়াই শুরু করে দিল ট্রাম্প শিবির।    আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আভাস, ট্রাম্প আইনি লড়াইয়ে গেলে তা মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে বাইডেন শিবিরেরও।    এরই মধ্যে মার্কিন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য ব্যপকভাবে অর্থ সংগ্রহ করছে ট্রাম্প শিবির। নির্বাচনের পরের দিনই ট্রাম্প শিবির প্রচুর পরিমাণে তহবিল সংগ্রহ করতে শুরু করে। গত কয়েক মাস ধরে নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহের কথা জানিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন