মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে জয়ার ‘কালেক্টেড’ পোস্ট, ভক্তদের মন্তব্য কী?

gbn

সামাজিক নানা ইস্যু এবং পোষা ও বন্য প্রাণীদের নিয়ে সরব জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি তাঁর ফেসবুক পেজে পোস্ট দিলেন মাদরাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে। যদিও পোস্টটি বেশ কয়েক দিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেই পোস্টটি ‘কালেক্টড’ পোস্ট হিসেবে শেয়ার করেছেন জয়া।

 

যেখানে লিখেছেন, ‘রোজার শেষ দিকে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদরাসাগুলো ছুটি হতে থাকে। বেশির ভাগ ছাত্র-ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না।

এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকিরা সারা দিন কান্না করে।

তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা-বাবার ওপর তাদের অভিমান সৃষ্টি হয়―কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা-বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা-চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেঁচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।’

 

পোস্টের শেষ দিকে অনুরোধও করেছেন জয়া।

লিখেছেন, ‘একটা অনুরোধ―এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেনপক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে! আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ সহায়ক হয়।’

 

আজ মঙ্গলবার সকালে দেওয়া পোস্টটির বিকেল নাগাদ শেয়ার হয়েছে দুই হাজারের বেশি। আর মন্তব্য এসেছে আড়াই হাজারের ওপরে।

অনেকেই জয়ার এমন পোস্টকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই তাঁর সঙ্গে সম্মতি জানিয়ে লিখেছেন ‘ইনশাল্লাহ’। নিলয় হোসেন নামের একজন লিখেছেন, ‘দারুণ অনুভূতি আমাদের সকলের মাঝে মানবতা জাগ্রত হোক।’ রিয়াদ হোসেন নামের একজন লিখেছেন, ‘সুন্দর একটি পোস্ট। খুবই ভালো লাগল। ধন্যবাদ আপনাকে সত্য তুলে ধরার জন্য।’

তারকাদের পোস্টে নানা রকম নেতিবাচক মন্তব্য থাকলেও জয়ার এই পোস্টটি সবাই সাদরে গ্রহণ করেছেন এবং জানিয়েছেন ইতিবাচক মন্তব্য।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন