বক্স অফিসে চালকের আসনে ‘কুং ফু পান্ডা ৪’

gbn

বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘কুং ফু পান্ডা’র চতুর্থ চলচ্চিত্রটি মুক্তির পর থেকে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। বহুল প্রত্যাশিত সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও নিজের আধিপত্য বজায় রেখেছে। ইউনিভার্সাল এবং ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের ‘কুং ফু পান্ডা ৪’ ঘরোয়া বক্স অফিসে এখনো চালকের আসনে। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে ৩০ মিলিয়ন আয় করেছে এটি।

 

 

মোট ১০ দিনে অ্যানিমেটেড চলচ্চিত্রটি উত্তর আমেরিকায় ১০৭ মিলিয়ন আয় করেছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৭৬.৫ মিলিয়ন ডলার।

1

এদিকে গত সপ্তাহে মুক্তি পাওয়া মার্ক ওয়াহলবার্গের ‘আর্থার দ্য কিং’ বক্স অফিসে কুংফু পান্ডাকে টেক্কা দিতে পারেনি। ৩ হাজারের অধিক থিয়েটারে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম সপ্তাহান্তে ৭.৫ মিলিয়ন ডলার আয় করেছে।

অপরদিকে কুং ফ পান্ডার এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘ডুন : পার্ট টু’ মুক্তির তৃতীয় সপ্তাহে বক্স অফিসে কুং ফু পান্ডার পরের অবস্থানে রয়েছে। এটিও কুংফা পান্ডাকে ছাড়িয়ে যেতে পারেনি। তৃতীয় সপ্তাহান্তে ৩৮৪৭ থিয়েটার থেকে ২৯ মিলিয়ন আয় করেছে ডুনের সিক্যুয়েলটি। 

 

মাইক মিচেল পরিচালিত অ্যানিমেটেড ফিল্ম ‘কুং ফু পান্ডা ৪’ হচ্ছে কুং ফু পান্ডা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ চলচ্চিত্র।

পো নামক এক পান্ডার দুঃসাহসিক কাজ ও ঘটনাবলী নিয়ে নির্মিত এই ফ্র্যাঞ্চাইজি। চতুর্থ কিস্তিতে দেখা যাবে, পো’কে ভ্যালি অফ পিস-এর আধ্যাত্মিক নেতা হিসেবে ঘোষণা করার হয় যার ফলে তাকে একটি নতুন ড্রাগন যোদ্ধাকে খুঁজে বের করতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে। এরই মধ্যে একজন দুষ্ট যাদুকর সেই সমস্ত মাস্টার ভিলেনকে পুনরায় তলব করার পরিকল্পনা করছে যাদের পো পরাজিত করেছে। পো কি পারবে সেই দুষ্ট জাদুকরের এমন পরিকল্পনা ভেস্তে দিয়ে নিজের ভ্যালিকে পুনরায় সুরক্ষিত করতে? সেই উত্তর মিলবে সিনেমার পর্দায়। মার্শাল আর্টস অ্যাকশন, কমেডি ও টানটান উত্তেজনার গল্পে নির্মিত চলচ্চিত্রটি এর আগের তিনটি কিস্তির মতোই দারুণ দর্শকপ্রিয়তা পাচ্ছে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন