নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেল্টা রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ থামানোর মিশনে থাকা দেশটির ১৬ সেনা নিহত হয়েছেন। একজন সেনা মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল তুকুর গুসাউ এক বিবৃতিতে বলেছেন, বোমাদি অঞ্চলে মোতায়েন করা সেনাদের ‘কয়েকটি সম্প্রদায়ের যুবকরা ঘিরে রেখেছিল এবং ১৪ মার্চ বৃহস্পতিবার তাঁদের হত্যা করা হয়েছে’।
প্রতিরক্ষা তথ্যের ভারপ্রাপ্ত পরিচালক গুসাউ বলেছেন, আক্রমণের ফলে কমান্ডিং অফিসার, দুই মেজর, একজন ক্যাপ্টেন এবং ১২ জন সেনা নিহত হয়েছেন।
ওকুয়ামা ও ওকোলোবা সম্প্রদায়ের মধ্যে ঝামেলার পর সেনারা আপৎকালীন ডাকে সাড়া দিয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল ক্রিস্টোফার গোয়াবিন মুসা জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনের জন্য পদক্ষেপ নেওয়ার সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জমির মালিকানা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বারবার সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন