শাকিবের ছবিতে আবারও বালাম কোনালের গান

gbn

গত বছরের ঘটনা। তরুণ নির্মাতা হিমেল আশরাফের সিনেমা প্রিয়তমা মুক্তির পর তুমুল জনপ্রিয়তা পায়। পাশাপাশি সিনেমার সব কটি গানই পায় ‘হিট’ তকমা। এ তালিকায় ছিল সংগীতশিল্পী বালাম ও কোনালের গাওয়া প্রিয়তমা গানটিও।

গানটি প্রকাশের পর টানা দুই মাস গ্লোবাল মিউজিক ভিডিও বিভাগে সেরা ১০০ গানের তালিকায় ছিল। 

 

সেই গানের সেই  সাফল্যের পর দ্বিতীয়বারের মতো শাকিবের নতুন ছবি 'রাজকুমার'-এ প্লে-ব্যাক করলেন বালাম-কোনাল। এবারও তারা রোমান্টিক টাইটেল গান করলেন। এবারের গানের শিরোনাম 'রাজকুমার'।

এর কথা লিখেছেন আকাশ সেন এবং সুর সংগীত করেন আকাশ সেন। যুক্তরাষ্ট্রের চোখ জুড়ানো লোকেশনে 'রাজকুমার' গানের দৃশ্য ধারণ হয়েছে। চিত্রায়ণে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। শিগগিরই গানটি অনলাইনে উন্মুক্ত হবে, এমনটা ইঙ্গিত দিলেন সংশ্লিষ্টরা।

 

বালাম বলেন, ‘‘সহজ কথা ও মিউজিকে  যে গানগুলো বারবার শুনতে ভালো লাগে ‘ও প্রিয়তমা' তেমনি গান ছিল। রাজকুমারের ক্ষেত্রেও এ বিষয় মাথায় ছিল। কারণ আমাদের দেশের মানুষ গানের কথা ও মিউজিকে এমন কিছু খুঁজতে চায়, যেটা নিজের সঙ্গে যুক্ত করতে পারে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল বলেন, ‘এ বছর আমার কাছে এ সিনেমার গানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিচালক চ্যালেঞ্জ নিয়েছেন তিনি রাজকুমার দিয়ে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবেন।

আমরাও সেই দিক মাথায় রেখে পূর্বের গানের সাকসেসকে ক্রস করতে চেয়েছি।

 

গেল বছর মুক্তিপ্রাপ্ত বিশ্বব্যাপী সাফল্য পাওয়া ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সংশ্লিষ্টরা বলছেন, দুই বাংলায় এমন বড় আয়োজনের সিনেমা আগে হয়নি।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন