সাত পাকে বাঁধা পড়লেন কৃতি-পুলকিত

gbn

দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুজন। ১৫ মার্চ গোয়ায় সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ছবি।

 

 

শুক্রবার (১৫ মার্চ) ভারতের গোয়ায় বসেছিল এই জুটির বিয়ের আসর। বিয়ের পর তাঁরা একাধিক ছবি প্রকাশ্যে আনলেন ভক্ত-অনুরাগীদের জন্য।

1

কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাটের বিয়ের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে কৃতি খারবান্দা লেখেন, ‘সকালে নীল আকাশ থেকে ভোরের শিশির, সমস্ত ওঠাপড়ায় তুমিই ছিলে। শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত কিছুতে যখনই আমার হৃদয় অন্য কিছু চেয়েছে তখন তুমিই ছিলে।

সব সময়, চিরকাল।’ কৃতির শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে পুলকিতের হাত ধরে হাঁটছেন তিনি। আরেকটি ছবিতে উপস্থিত সকলের সামনে বরকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আরেকটি ছবিতে কৃতিকে মঙ্গলসূত্র পরিয়ে দিতে দেখা যাচ্ছে পুলকিতকে।

কৃতির পরনে ছিল গোলাপি লেহেঙ্গা। সঙ্গে সাদা ফুলের মালা পরেছিলেন। হাতে ছিল চূড়া। অন্যদিকে পুলকিত সম্রাট শ্যাওলা রঙের শেরওয়ানি এবং পাগড়ি পরেছিলেন।

 

এদিকে বিয়ের ছবি প্রকাশ হতেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন সহকর্মী তারকারা।

ববি দেওল, রাকুল প্রীত সিং, কৃতি শ্যানন, আরমান মালিক, মালাইকা আরোরা, মৌনি রায়সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছায় সিক্ত করেছেন ভক্ত-অনুরাগীরাও।

 

২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন কৃতি-পুলকিত। সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক-প্রেমিকা। ২০১৯ সালে ‘পাগলপান্তি’ সিনেমার শুটিংয়ে তাঁদের প্রেম আরো গভীর হয়। এর পরই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত-কৃতি। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ১৫ মার্চ সাত পাকে বাঁধা পড়লেন দুজন। ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন