গোলাম মামুনের গল্প নিয়েই ফিরছেন অপূর্ব

gbn

হইচইয়ের আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফ নির্মাণ করবেন শিহাব শাহীন। এর আগে সিরিজটি পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। প্রয়াত অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনার আদলে তৈরি সিরিজটিতে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সালমানের ছায়াচরিত্র আরমানের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

 

বিষয়টি নিয়ে সালমানের পরিবার আদালত পর্যন্ত গিয়েছিল। এবারের সিরিজটিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অপূর্ব। তিনি এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের সিরিজটির গল্প হবে গোলাম মামুনকে নিয়েই।

 

তাই নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। কবে শুটিং শুরু, সে বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্ল্যাটফরম থেকে কিছু বলতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে কিছুই জানাতে পারব না। অনুমতি পেলে সবাইকে জানাব।

 

এরই মধ্যে সিরিজটির গল্প লেখার কাজ শেষ হয়েছে। অপূর্বর সঙ্গে এবারও আছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান প্রমুখ।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন