২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের প্রশংসিত চলচ্চিত্র ‘তারে জামিন পার’। শিশুশিল্পী দার্শিল সাফারির সঙ্গে আমির খানের রসায়ন নজর কাড়ে সবার। তাঁদের শিক্ষক-ছাত্রের সম্পর্ক মুগ্ধ করেছিল সবাইকে। আলোড়ন ফেলে দিয়েছিল সিনেমাটি।
দেখতে দেখতে ১৭ বছর পেরিয়ে গেছে। ১৭ বছর পর আবারও পর্দায় সেই জুটি। আমির খান ও দার্শিল সাফারি। একটি নতুন বিজ্ঞাপনে আবারও একসঙ্গে দেখা গেল তাদের।
তবে এবার আর ছাত্র-শিক্ষক নয়, দার্শিল এবং আমির খান এবার নাতি-দাদুর ভূমিকায় অবতীর্ণ হলেন।
বুধবার (৬ মার্চ) প্রকাশ্যে এসেছে এই জুটির নতুন বিজ্ঞাপন। এতে দার্শিলের দাদুর চরিত্রে দেখা গেল আমির খানকে। নতুন বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন দার্শিল।
সঙ্গে লেখেন, ‘আমির খানের সাথে যোগ দিন যখন তিনি থাম্পস আপ-এর মাধ্যমে একটি অ্যাডভেঞ্চারে যাচ্ছেন।’
এর আগে, মঙ্গলবার দার্শিল আমির খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, আর তিন দিনের মধ্যেই আসছেন তারা। অনেকেই ভেবে নিয়েছিল, আমিরের পরবর্তী চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ নিয়ে কোনো বার্তা দিচ্ছেন দার্শিল। তবে সেটি আসন্ন এই বিজ্ঞাপন নিয়ে ছিল তা এখন স্পষ্ট হলো।
এদিকে নিজের পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে আসছেন আমির খান।
অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’তে। সিনেমাটি বক্স অফিসে মুখ খুবড়ে পড়ার পর আমির জানিয়েছিলেন তিনি বিরতি নেবেন। বিরতি নিয়েছেনও। গত দুই বছর অভিনয় জগতে আর কোনো কাজ করতে দেখা যায়নি অভিনেতাকে। তাই আমিরের ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। অবশেষে নিজের সফলতম প্রজেক্ট নিয়েই নতুন করে ফিরতে চলেছেন আমির খান।
জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন