আমেরিকার শুটিং শেষে এবার সাজেকে হচ্ছে ‘রাজকুমার’-এর শুটিং

gbn

‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর নির্মাতা হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মধ্যে বাংলাদেশের অংশের শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিন শুটিং হয়েছে এই সিনেমার। বর্তমানে চলছে সিনেমার শেষ ধাপের কাজ। গতকাল ঢাকায় ফিরেছেন শাকিব খান।

সকালে ঢাকায় ফিরেই বিকেলে চলে যান রাঙামাটির সাজেকে ‘রাজকুমার’-এর শেষ লটের শুটিং অংশ নিতে।

 

আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘রাজকুমার’। এ ছবির পুরো শুটিং প্রায় শেষ, বাকি দুই দিনের লটে একটি শুটিংয়ে অংশ নিতে সাজেক গেছেন শাকিব। হেলিকপ্টারযোগে শাকিবের সফরসঙ্গী ছিলেন প্রযোজক আরশাদ আদনান।

 

মার্কিন মুলুকে শুটিং শেষ করে দুই দিন আগে ঢাকায় ফিরেছিলেন পরিচালক হিমেল আশরাফ। সাজেক অংশের শুটিং শেষ হলেই পুরোপুরি সম্পাদনার টেবিলে যাবে সিনেমাটি।  

সিনেমাটি প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, ‘রাজকুমার’ সিনেমা বাংলা সিনেমার নতুন ইতিহাস তৈরি করবে। গান, লোকেশন, অভিনেতা-অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে, যা সিনেমা হলে এলেই চমকে দেবে সবাইকে।

 

‘রাজকুমার’ সিনেমা ‘প্রিয়তমা’কেও ছাড়িয়ে যাবে উল্লেখ করে এই পরিচালক জানান, ‘প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে, ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে।’

প্রসঙ্গত, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন