পাকিস্তানের নির্বাচন অধিবেশন নিয়ে জটিলতা

পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ২১ দিনের মধ্যে অধিবেশন ডাকার বিধান রয়েছে। সেই হিসেবে আগামীকাল বৃহস্পতিবার অধিবেশন হওয়ার কথা। কিন্তু দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী অধিবেশন আহবান না করায় জাতীয় পরিষদ সচিবালয় এই অধিবেশন ডেকেছে।

 

জাতীয় পরিষদ সচিবালয়ের ভাষ্য, নির্বাচন হওয়ার পর ২১তম দিনে অধিবেশন ডাকতে প্রেসিডেন্ট বা স্পিকারের অনুমতি লাগে না। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে নিয়োগ পাওয়া প্রেসিডেন্ট আলভী মনে করেন, কিছু সংরক্ষিত আসন বরাদ্দ না হওয়ায় জাতীয় পরিষদ এখনো অসম্পূর্ণ। তাই অধিবেশন ডাকেননি তিনি। প্রেসিডেন্টের অধিবেশন না ডাকার সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি মনে করেন, অধিবেশন না ডেকে সংবিধান লঙ্ঘন করেছেন আলভী। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন