জাতীয় দলে তিন নতুন মুখ, ফিরেছেন তপু ও জিকো

gbn

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। এই দলে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ; কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজ উদ্দিন। এ ছাড়া দলে ফিরেছেন তপু বর্মণ ও আনিসুর রহমান জিকো।

পুলিশ এফসিতে খেলা মিডফিল্ডার কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।

চলতি লিগে ৯ ম্যাচেই খেলেছেন তিনি। করেছেন একটি গোল। লিগে ৯ ম্যাচে ৫ গোল করে জায়গা করে নিয়েছেন ১৭ বছরের রাব্বি হোসেন রাহুল। ব্রাদার্স ইউনিয়ন কোনো ম্যাচ না জিতলেও রাহুল দেখিয়েছেন নিজের দক্ষতা।

জাতীয় দলে নিয়মিত খেলা সাদ্দ উদ্দিনের ছোট ভাই তাজ উদ্দিন এবারই প্রথম ডাক পেয়েছেন। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে রাইট ব্যাক পজিশনে খেলেছেন তিনি।

 

শৃঙ্খলাজনিত কাণ্ডে নিষেধাজ্ঞায় থাকায় বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপ, অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য আনিসুর রহমান জিকো ও তপু বর্মণকে জাতীয় দলে ডাকেননি হাভিয়ের কাবরেরা। অবশেষে ফিরেছেন এই দুই অভিজ্ঞ ফুটবলার।

প্রাথমিক দলে আবারও ফিরেছেন মোহামেডানের উইঙ্গার শাহরিয়ার  ইমন। তবে চোটের কারণে দলে নেই শেখ মোরসালিন ও তারিক কাজী। 

 

আগামী ২ মার্চ সৌদি আরবে উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ১৫ দিন ক্যাম্পের পর সরাসরি চলে যাবে কুয়েতে। ২১ মার্চ কুয়েতে হবে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ।

আর ২৬ মার্চ ঢাকার কিংস অ্যারেনায় হবে ফিরতি লেগের ম্যাচ। আর লিগে তেমন সুযোগ না পাওয়ায় জায়গা হারিয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম।

 

বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম।

রক্ষণ : তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন।

মধ্যমাঠ : সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, কাজেম কিরমানি শাহ, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, চন্দন রয় ও জায়েদ আহমেদ।

আক্রমণ : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, রাব্বী হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন