স্কোয়াডের শক্তি দেখাল লিভারপুল

gbn

নিয়মিত একাদশের ৯ খেলোয়াড় নেই। তারওপর পিছিয়ে পড়েছে ১-০ তে। লুটন টাউনের বিপক্ষে সেই ম্যাচ ৪-১ গোলে জিতে স্কোয়াডের শক্তি দেখিয়েছে লিভারপুল। যে জয়ে আগামী রোববার চেলসির বিপক্ষে লিগ কাপ ফাইনাল নিয়েও আশাবাদী করে তুলেছে ইয়ুর্গেন ক্লপকে, ‘আমাদের ১১ জন খেলোয়াড় যতক্ষণ পর‌্যন্ত আছে আমরা লড়াই চালিয়ে যাব।

 

গত রাতে লুটনের বিপক্ষে আলিসন, আলেক্সান্ডার-আর্নল্ড, জোতা, মোহামেদ সালাহ, থিয়াগো, ডমিনিক সোবোজ্লাই, জোয়েল মাতিপ, কার্টিজ জোনস, দারউইন নুনেজকে ছাড়াই খেলতে নামে লিভারপুল। অ্যানফিল্ডে ১২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধ পর‌্যন্ত সেই গোল শোধ দিতে পারেনি ক্লপ শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় লিভারপুল।

কর্নার থেকে হেডে সমতা আনেন ভার্জিল ফন ডাইক, এর দুই মিনিটের মধ্যে কোডি গাকপো এগিয়েও দেন স্বাগতিকদের। 
প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ নষ্ট করা  লুইস দিয়াজও এরপর স্কোরশিটে নাম তোলেন। শেষ গোলটা ২০ বছর বয়সী হার্ভি ইলিয়টের।

 

ভারপুল এদিন যে দলটা নামিয়েছিল সেটির গড় বয়সে ২৫ বছর ৬৮ দিন।

ম্যাচ শেষে এই তারুণ্য নিয়ে প্রশংসাও ঝড়েছে ক্লপের কণ্ঠে, ‘ওরা মাঠে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। এখানে তরুণরা যেভাবে নিজেদের মেলে ধরছে তার প্রশংসা করতেই হয়।’ এই জয়ে লিগ টেবিলেও ম্যানচেস্টার সিটি থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেছে অলরেডরা।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন