ইসরায়েলের হামলায় লেবাননে শিশুসহ নিহত ৯

লেবাননে ইসরায়েলের হামলায় ৯ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু। স্থানীয় সময় গতকাল বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলা চালানো হয় বলে ওই অঞ্চলের এক হাসপাতালের পরিচালক এবং লেবাননের তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আল-সাওয়ানা গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি এবং অন্য তিনটি নিরাপত্তা সূত্রের মতে, নাবাতিহের একটি ভবনে হামলায় আরো দুই শিশু, তিনজন নারী ও একজন পুরুষ নিহত হন। ওয়াজনি রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি হামলার পর চিকিৎসার জন্য আরো সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। গোষ্ঠী এবং নিরাপত্তা সূত্রে জানা গেছে, আলাদা হামলায় চার হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছেন।

 

অবশ্য হিজবুল্লাহ বুধবার কোনো অভিযানের ঘোষণা দেয়নি। এর কার্যনির্বাহী পরিষদের প্রধান বলেছেন, বুধবার লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়া হবে। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাস ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন আরো প্রায় ৬৭ হাজার ফিলিস্তিনি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন