‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান

gbn

বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম সেরা ও সফল চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া।’ ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি বিদ্যাকে এনে দিয়েছিল তারকাখ্যাতি। তবে ২০২২ সালে এর দ্বিতীয় কিস্তিতে বিদ্যা ছিলেন না। কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করেছেন টাবু।

তবে এবার তৃতীয় কিস্তিতে হাজির হচ্ছেন বিদ্যা। 

 

‘আমি যে তোমার, শুধু যে তোমার’ গানটি কানে ভেসে আসলেই মনে পড়ে যায় মঞ্জুলিকার কণ্ঠ। ‘ভুল ভুলাইয়া’ সিনেমার প্রসঙ্গে এলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ সিনেমার প্রাণ।

নিজের চিরচেনা সেই রুপেই আবার ফিরতে চলেছেন বিদ্যা।

 

1

‘ভুল ভুলাইয়া’তে বিদ্যা বালান

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা বালানের প্রত্যাবর্তনের খবরটি শেয়ার করেছেন কার্তিক আরিয়ান নিজেই। কার্তিক তাঁর এক্সে (টুইটার) ‘মেরে ঢোলনা’ গানের ভিডিওটি শেয়ার করে বিদ্যাকে স্বাগত জানান। তৃতীয় কিস্তিতেও প্রধান ভূমিকায় অভিনয় করবেন কার্তিক।

 

একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, খুব শিগগিরই ‘ভুলভুলাইয়া ৩’-এ শুটিং শুরু হতে চলেছে। শোনা যাচ্ছে, কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হবে এই সিনেমার। এমনকী, ‘ভুলভুলাইয়া ৩’ -এ দেখা যেতে পারে টলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে সুপারহিট হয়। দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের পরিবর্তে দেখা গেছে কার্তিক আরিয়ান ও টাবুকে।

 সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। ‘ভুল ভুলাইয়া ৩’ প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং পরিচালনা করবেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলিতে হরর-কমেডি চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন