বক্স অফিসে এগিয়ে কে? রজনীকান্ত নাকি শহীদ-কৃতি জুটি

gbn

গতকাল মুক্তি পেয়েছে শহীদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। সিনেমায় সিফরা নামের একটি রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। আর এই রোবটের প্রেমে পাগল বিজ্ঞানী শহীদ কাপুর। সিনেমাটি মুক্তির পর দর্শক সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতে ৬.৭ কোটি রুপি আয় করেছে।

 

চলচ্চিত্র বাবাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’সিনেমাটি প্রথম দিনে সামগ্রিকভাবে বিশ্বব্যাপী আয় করেছে ১৪.৯২ শতাংশ। ভালোবাসা দিবসে এই সিনেমার আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, একই দিনে মুক্তি পেয়েছে মেগাস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘লাল সালাম’।

সিনেমাটি প্রথম দিনে আয় করেছে  আয় করেছে ৪.৩০কোটি রুপি আয় করেছে। যা রজনীকান্ত অভিনীত সব চলচ্চিত্রের তুলনায় সর্বনিন্ম আয় করেছে সিনেমাটি। মুক্তির দিনে বক্স অফিসে সিনেমাটি খুব না জমলেও সিনেমাটি নিয়ে আশাবাদী সমালোচকরা। সামনে এর আয় আরও বাড়তে পারে।

 

‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন অমিত যোশি আর আরাধনা শাহর। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান, জ্যোতি দেশপান্ডে এবং লক্ষ্মণ উতেকর। ছবির কাহিনী মূলত রোবটিক্স কাহিনীকে ঘিরে। যেখানে একজন রোবটিক্স নারীর সাথে একজন মানুষের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে।

‘লাল সালাম’স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমা ।

এটি পরিচালনা করেছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত, বিগনেশ প্রমুখ। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন রজনীকান্ত।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন