জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জাসদের (শরিফ-নুরুল-আম্বিয়া) প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আ’লীগে যোগদান করেছেন। সোমবার(২’নভেম্বর) জেলা আ’লীগ কার্যালয়ে জেলা আ’লীগ এই যোগদান অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন,জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল,সেক্রেটারী ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ,সদর উপজেলা আ’লীগ সেক্রেটারী নজরুল ইসলাম,পৌর আ’লীগ সভাপতি শরিফুল আলম,সেক্রেটারী মিজানুর রহমান,যোগদানকারীদের নেতা জেলা জাসদের সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এসময় আ’লীগ নেতারা নতুনদের দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার জন্য বলেন। যোগদানকারীরা বলেন, তারা ব্যক্তিস্বার্থে নয় বরং বঙ্গবন্ধু’র আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন