জিবিনিউজ 24 ডেস্ক //
করোনায় আক্রান্ত হলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হ্যালেপ। ২৯ বছর বয়েসি হ্যালেপ নিজেই তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আক্রান্তের খবর জানান।
হ্যালেপ বর্তমানে মেয়েদের সিঙ্গেলস র্যাংকিংয়ে দুই নম্বরে রয়েছেন। হ্যালেপ টুইটারে লিখেছেন সবাইকে জানাচ্ছি কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি। বাড়িতে সেলফ-আইসোলেশনে আছি। মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আপাতত আমি সুস্থ বোধ করছি। সবাই মিলে আমরা এ অবস্থা কাটিয়ে উঠব, এ আশা রাখি।
করোনার করাল গ্রাস থেকে মুক্তি পাননি কেউ। অজানা শত্রুর প্রকোপ যখন-তখন খাঁড়ার মতো নেমে এসেছে যার-তার উপরে। বিশ্বজুড়ে ক্রীড়াজগতের একাধিক ব্যক্তিত্ব আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসের।
মহামারীর কারণে বেশ কয়েক মাস বিশ্বজুড়ে বন্ধ ছিল ক্রীড়াক্ষেত্রও। ধীরে ধীরে ছন্দে ফিরলেও এখনো কমেনি অতিমারীর তীব্রতা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন