Bangla Newspaper

পলাশবাড়ীর বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ

112

 

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাসমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বয়স্ক ও প্রতিবন্ধীভাতাভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।মঙ্গলবারদুপুরে উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যানআলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে ভাতার কার্ড বিতরণকরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ আবুল কাওসার মো.নজরুল ইসলাম লেবু। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তাআরিফুল ইসলাম, অফিস সহকারী এনামুল হক, ফিল্ড সুপারভাইজারআশরাফুল ইসলাম, ইউপি মহিলা সদস্য কল্পনা বেগম, রোকেয়া বেগমও ইউপি সচিব আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।উল্লেখ্য; ওই ইউনিয়নে বয়স্ক ভাতা ৬৯ জন ও প্রতিবন্ধী ১৫ জন
ভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।গাইবান্ধার পলাশবাড়ীর
প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)-এর সহযোগিতায় এলাকারদানশীল ব্যক্তিদের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে ঈদের পোশাক শাড়ী,
লুঙ্গি, জামা ও শার্ট বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলাসদরের নুরপুরে অবস্থিত প্রতিবন্ধী সেবা সংস্থা’র কার্যালয়ে
প্রতিবন্ধীদের মাঝে ওইসব ঈদের পোশাক বিতরণ করেন উপজেলাআওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় প্রতিবন্ধীসেবা সংস্থা’র উপদেষ্টা মন্ডলীর সদস্য বাদশা আলম ও সাধারণ
সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল মন্ডলসহ অন্যান্য সদস্যরা উপস্থিতছিলেন। অত্রালাকার মোট ১’শ ৩ জন প্রতিবন্ধীর মাঝে তাদের ঈদের
পোশাক শাড়ী, লুঙ্গি, জামা ও শার্ট বিতরণ করা হয়।

Comments
Loading...