Bangla Newspaper

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ আটক-৩৯

144

 

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের দুইজন কর্মীসহ ৩৯ জনকে আটক হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযানচালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ৪টি মামলাদায়ের করা হয়েছে।আটককৃতদের মধ্যে-সাতক্ষীরা থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৬ জন,শ্যামনগর থানা ৮ জন, আশাশুনিথানা ৬ জন, দেবহাটা থানা ২ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ২ জনকে
আটক করেছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকেরবিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদেরবিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Comments
Loading...