Bangla Newspaper

চাঁপাইনবাবগঞ্জ নারী সংগঠনের শাড়ি বিতরণ

72

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’রউদ্যোগে শহরের বিভিন্ন এলাকার ২৫ জন দরিদ্র নারীর মাঝে ঈদ উপলক্ষে শাড়ি বিতরণকরা হয়েছে। বুধবার সকালে শহরের সাধারণ পাঠাগার চত্ত¡রে এসব শাড়ি বিতরণকরা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহŸায়ক ফারুকা বেগম, সদস্যসচিব মনোয়ারা খাতুন, সদস্য গৌরী চন্দ সিতু,মনসুরা বেগম, শিরিন
জাহান,নাদিরা বেগম,উপদেষ্টা শফিকুল আলম,সাংবাদিক আনোয়ার হোসেন দিলু প্রমূখ। সংগঠনের সদস্যদের দেওয়া চাঁদার টাকায় এসব শাড়ি কেনা হয়। ####

Comments
Loading...