Bangla Newspaper

চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার মানুষের মাঝে এরফান যাকাত বিতরণ

125

 

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের উদ্যোগে প্রায় ৫হাজার মানুষের মাঝে যাকাতের কাপড়, ফিতরা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যানপুরে এরফান গ্রুপের চাউল মিলেযাকাতের কাপড় বিতরণ করেন গ্রুপের  চেয়ারম্যান ও জেলা চেম্বার সভাপতি এরফানআলী। এসময় গ্রুপের  বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক
পুলিশ উপস্থিত ছিল। ###

Comments
Loading...