উদ্বোধনী আয়োজন না থাকলেও ফাইনালে দফায় দফায় অনুষ্ঠান

অজানা কারণে ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী দিনে বড় কোনো আয়োজন না থাকলেও আজ ফাইনালে দফায় দফায় নানা অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা আহমেদাবাদে। 

তার আগে ভারতীয় বিমানবাহিনীর এয়ার শো, ডিসপ্লে আর বিরতির সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ফাইনাল শেষে আলোর খেলাও থাকার কথা। গত দুই দিন ধরেই তার প্রস্তুতি চলছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

 

এক লাখ ৩২ হাজার আসনের এই স্টেডিয়ামের গ্যালারি ভরে উঠবে। ভিভিআইপি বক্সে ভারতের রাজনীতি, খেলার মাঠ আর বলিউড তারকাদের উপস্থিতি চোখে পড়বে। আর গ্যালারি যে ভারতের নীল জার্সিতে ছেয়ে যাবে, তা নিশ্চিত। 

তবে সেই নীল ঢেউ উত্তাল হবে না ভেঙে পড়বে, তা নির্ভর করছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের মহারণের পরিণতির ওপর।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন