দুঃসময়ে বাবরের পাশে দাঁড়ালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

gbn

বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। ৯ ম্যাচে জিতেছে মাত্র চারটিতে। বৈশ্বিক আসরে ব্যর্থতার দায় নিতে হচ্ছে অধিনায়ক বাবর আজমকে। সমালোচনার তীর ছুঁড়ে মারা হচ্ছে তাকে।

তবে পাকিস্তানের ব্যর্থতার পেছনে শুধু বাবরের ভুল দেখেন না ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। 

 

দলীয়ভাবে পাকিস্তান ব্যর্থ হলেও বাবর আজম ব্যক্তিগতভাবে যে খুব খারাপ কাটিয়েছেন বিশ্বকাপ এমনটা বলা যায় না। যদিও শুরুর দিকে রানের চাকা ঘোরেনি বাবরের। তবে এরপর ছন্দ খুঁজে পান পাকিস্তান অধিনায়ক।

চার ফিফটিতে ৪০ গড়ে ৩২০ রান এসেছে বাবরের ব্যাট থেকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলীয় ব্যর্থতার কারণে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বেশি।

 

তবে এই দুঃসময়ে বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন, 'আপনি যদি বলেন বাবর আজম অধিনায়কত্বের জন্য সঠিক পছন্দ নয়, তাহলে আপনি কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখছেন।

সে কিন্তু সেই অধিনায়ক, যে ছয় মাস আগেও পাকিস্তানকে র‍্যাংকিংয়ে এক নম্বর করেছে। যখন কেউ শূন্য রানে আউট হবে, তখন ৯৯ ভাগ মানুষ তাকে বাদ দিতে চাইবে। একজন সাধারণ খেলোয়াড় এসেই সেঞ্চুরি করলে, তাকে মহাতারকা বানিয়ে দেবে। তাই কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখবেন না, দেখুন সে দলের জন্য কী করেছে। কতটা নিবেদিত ছিল।

'

 

কপিল দেবের পাশাপাশি বাবরকে সমর্থন দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক বোর্ড সভাপতি রমিজ রাজাও। তাঁর মতে, বাবরকে বলির পাঁঠা না বানিয়ে বোর্ডে পরিবর্তন করা হোক।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন