বিশ্বকাপের মাঝে যে ইতিহাসে নাম লেখাচ্ছে নিউজিল্যান্ড

gbn

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মার্টিন স্নেডেন। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হচ্ছেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন। আর তাতেই ইতিহাসে ঢুকে যাচ্ছেন তিনি। প্রথম নারী হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে যাচ্ছেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনজেডসি জানিয়েছে, এত দিন সহকারী চেয়ারম্যান হিসেবে থাকা পুকেটাপু-লিন্ডন যাতে তাঁর নতুন দায়িত্বে সুন্দরভাবে স্থানান্তর হতে পারেন, এ কারণে স্নেডেন চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৭ সালে পুকেটাপু-লিন্ডন প্রথম নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে প্রথম নিযুক্ত হন। বর্তমানে তিনি সেখানে দ্বিতীয় সর্বোচ্চ সময় দায়িত্ব পালন করা পরিচালক। পাশাপাশি তিনি নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ডিরেক্টরসের একজন চার্টার্ড সদস্য ও একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

 

এনজেডসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্নেডেন সংস্থাটির পরিচালক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, 'আমি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আইসিসিতে নিউজিল্যান্ডের প্রতিনিধির পদ থেকেও ইস্তফা দিয়েছি।'

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন