হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃগত ১৩ই অক্টোবর ২০২৩,শুক্রবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক এর জযামাইকার মতিন রেস্টুরেন্টে সিরাজুল আলম খান সৃতি পরিষদের এক সভা সংগঠনের সভাপতি ড .মোহসীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুস্টিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাব উদ্দীন।
সভায় আগামী ১৭ ই ডিসেম্বর ২০২৩,রোববার ,নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের সেমিনারকে সফল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। একে বক্তব্য রাখেন ডা: মুজিবুল হক ,,এডভোকেট মুজিবুর রহমান ,,বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ,,লিগেল কনসালট্যান্ট মুজিবুর রহমান ,,সরোয়ার হোসেন ,,হাজী আনোয়ার হোসেন লিটন ,,মো: সোহায়েল ,,মো: হারুনর রশীদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। খবর বাপসনিউজ ।
স্বাধীনতার অন্যতম স্বপ্ন দ্রষ্টা সিরাজুল আলম খান ও নিউক্লিয়াসে অন্যতম প্রতিস্টাতা সদস্য যার হাত ধরে ছাত্র ,শ্রমিক জনতা আপোষহীন ধারায় বাংগালীর মুক্তির সংগ্রামকে গড়ে তুলে ছিলেন। এই নির্লোভ নিরহংকার মানুষ ,ব্যক্তিগত জীবনে তিনি কিছু ই রেখে যাননি। এই পন্ডিত ব্যক্তি সারা জীবন জাতীর স্বার্থে তার ক্ষুরধার লেখনীতে জাতীকে সমৃদ্ধ করে গিয়েছেন। তার এই লেখনী সংগ্রহ করে নূতন প্রজন্মের গবেষণার কাজে তুলে ধরার আহবান জানান।
তার জীবনী থেকে মানুষ সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস ,বর্তমানের ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতিতে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাবেন। ১৭ ই ডিসেম্বর ২০২৩,রোববারের সেমিনারকে সফল করার জন্য নিউইয়র্কের বিভিন্ন বরোতে গন সংযোগ এবং সিরাজুল আলম খানের আদর্শে বিশ্বাসী সবাইকে একই পতাকা তলে সমবেত হওয়ার উদাত্তো আহবান জানান।
এবং আগামী মাসিক সভা ১৭ ই নভেম্বর ২০২৩,শুক্রবার এস্টোরিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবনে সন্ধ্যা ৭ টায় উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক অনুরোধ জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন