মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। আগুন পুরো ভবনে ছড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সোমবার ভোরে শহরের নিরাপত্তা অধিদপ্তর থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভবনটির মূল সম্মুখভাগ ধসে পড়েছে।
দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকল বাহিনী পাঠানো হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন তারা। ঘটনাস্থল থেকে কয়েকজনকে বের করে আনতে দেখা গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।
মারাত্মক আগুনের ঘটনাগুলো মিশরে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে অনেক ভবন জরাজীর্ণ এবং রক্ষণাবেক্ষণও সঠিকভাবে করা হয় না। ২০২২ সালের আগস্টে শর্ট সার্কিট থেকে আগুন লেগে কায়রোর একটি গির্জায় ৪১ জন উপাসক নিহত হয়েছিল।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন