চাদে সশস্ত্র আততায়ীদের হামলায় নিহত অন্তত ১৭

 জিবিডেস্ক //

মধ্য আফ্রিকার দেশ চাদে সশস্ত্র আততায়ীদের হামলার পর কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ চাদে সশস্ত্র আততায়ীরা যাযাবর পশুপালকদের ওপর হামলা চালানোর পর কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে বুধবার দেশটির সরকার জানিয়েছে। অবশ্য হামলার পর চাদিয়ান সেনাবাহিনী ওই সশস্ত্র আততায়ীদের সেখান থেকে তাড়িয়ে দেয়।

সরকারের মুখপাত্র আজিজ মাহামত সালেহ বলেছেন, সেনাবাহিনীর হস্তক্ষেপের আগে প্রতিবেশী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী গত মঙ্গলবার চাদের লোগন ওরিয়েন্টাল প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে।

রয়টার্সকে সালেহ বলেছেন, সেনাবাহিনী হামলাকারীদের তাড়িয়ে দেওয়ার আগে লড়াইয়ে চারজন নিহত হয়েছেন এবং ১৩ যোদ্ধাকে হত্যা করা হয়।

লোগোন ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর আহমাত দারি বাজিন নিশ্চিত করেছেন, হামলায় প্রায় ২০ জন মারা গেছেন। তবে নিহতদের সঠিক সংখ্যা উল্লেখ করেননি তিনি। এই হামলার জন্য তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সীমান্তে সক্রিয় চাদিয়ান সশস্ত্র গোষ্ঠী কোডোসকে দায়ী করেছেন।

অবশ্য ওই হামলার দায় কেউ স্বীকার করেনি এবং কোডোসের প্রতিনিধির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

সালেহ এবং বাজিন বলেছেন, সহিংসতার পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাথে চাদের এক হাজার কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন