সুনামগঞ্জে বাণিজ্যমেলায় মেয়েদের উত্তক্ত্য করায় ৭ বখাটেকে আটক করেছে পুলিশ(ভিডিও)
ভিডিও

সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জ বাণিজ্যমেলায় মেয়েদের উত্তক্ত করার অভিযোগে ৭ বখাটে কে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে চলা বাণিজ্যমেলায় কয়েকজন কিশোরী পরিবার সহ মেলায় আসলে তাদের উত্তক্ত্য করছিল কয়েকজন বখাটে যুবক। এসময় মেয়েদের সাথে থাকা অভিভাবক বাধা দিলে তাকে মারধর করে বখাটেরা।এসময় পুলিশ এসে ঐ বখাটেদের আটক করে থানায় নিয়ে আসে।
সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, সাতজন বখাটে মেলায় মেয়েদের উত্তক্ত্য করছিলো। এসময় মেয়েদের সাথে থাকা অভিভাবক বাঁধা দিলে তাকে মারধর করে। এমন অভিযোগের ভিত্তিতে বখাটেদের আটক করা হয়েছে। বখাটেদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে তাদের কারাগারে পাঠানো হবে।