ওটিটিতে দেখা যাবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও!

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

হালের নতুন ট্রেন্ড তারকা জুটির বিয়ে মানেই রাজ্যের গোপনীয়তা। তারপর সেটাকে লোকচক্ষুর আড়ালে রেখে কৌতূহল সৃষ্টি করা। সবশেষে বিয়ের যাবতীয় ফুটেজ কোনো ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করে দেওয়া। ভিকি-ক্যাটরিনার দেখানো পথেই যেন হাঁটছেন বলিউডের নতুন হবু দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

বছর কয়েকের প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন এই জুটি। জানা গেছে, ৬ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বসবে জমকালো বিয়ের আসর। অতিথি হিসেবে থাকবেন বর-কনের খুব কাছের ও ঘনিষ্ঠ আত্নীয়রা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় নাম আছে মাত্র ১০০-১২৫ জনের। যাদের মধ্যে রয়েছেন করণ জোহর, মনিশ মালহোত্রা, শহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ।

এই জুটির বিয়ের ভিডিও স্বত্ব কিনছে কোন ওটিটি প্ল্যাটফর্ম তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি অ্যামাজন প্রাইম সিড-কিয়ারার একটি ছবি শেয়ার করে। আর তাতেই শোরগোল পড়ে যায়, অ্যামাজনেই বিক্রি হচ্ছে এই জুটির বিয়ের ভিডিও!

ঘনিষ্ঠ সূত্রের এক ব্যক্তি জানান, সিদ্ধার্থ এবং কিয়ারা তাদের বিয়ের ভিডিওর স্বত্ব এখনও কাউকে বিক্রি করেননি। অ্যামাজনের তরফে সেই পোস্টটি শুধু মাত্র ‘শেরশাহ’ দম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্যই। এর আগেও ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের সময় শোনা গিয়েছিল, তাদের বিয়ের ভিডিও নাকি অনেকটা মূল্যের বিনিময়ে কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম। কিন্তু সে ভিডিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

আরও জানা গেছে, বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল কামরা। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়ি। যোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে গাড়িগুলো।

উল্লেখ্য, ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করার সময়ে পরস্পর প্রণয়ে আবদ্ধ হন পর্দার এই প্রেমিক জুটি। অবশেষে চলতি মাসেই তা পরিণয়ে রূপ নিচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন