ভোলাহাট উপজেলা জামায়াত আমীর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর ক্কারী মো.আলাউদ্দীনকে (৫৭) বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পোলাডাঙা লম্বাটোলা গ্রামের মৃত.তামিজউদ্দীনের ছেলে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন বলেন, দুপুর আড়াইটায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াত আমীর আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভোলাহাট থানার দুটি নিয়মিত ও একটি বিস্ফোরক মামলার আসামী। এর মধ্যে বিস্ফোরক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তাঁকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।