ব্যারিস্টার আসিফের মৃত্যু নিয়ে ধূম্রজাল

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।

আসিফের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকান্ডে জড়িত তারই শ্বশুরবাড়ির লোকজন।

শ্বশুরবাড়ির লোকজন বলছেন, ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন আসিফ।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা। এ ব্যাপারে কলাবাগান থানায় অপমৃত্যু মামলা হলেও পরে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামলা করেন আসিফের বাবা সাবেক এমপি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম খান দুলাল।

মামলায় আসিফের স্ত্রী সাবরিনা শহীদ নিশিতা, শ্বশুর এ এস এম শহিদুল্লাহ মজুমদার, শাশুড়ি রাশেদা শহীদ ও শ্যালক সায়মান শহীদ নিশাতকে আসামি করা হয়েছে। আসিফের বাবার করা মামলাটির তদন্তভার পিবিআইকে দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর অর্গানাইজড ক্রাইমের পরিদর্শক মিজানুর রহমান জানান, আসিফ হত্যা মামলার তদন্ত শুরু হয়েছে।

১১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ১৬৩ নম্বর বাসার নবম তলা থেকে নিচে পড়ে যান ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদ।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন