সাতক্ষীরার তালায় ক্রসড্যাম বিলম্বে নির্মাণ পূর্বক কপোতাক্ষ নদীতে পলি ভরাটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি ||
ক্রসড্যাম বিলম্বে নির্মাণ পূর্বক তালা উপজেলার কপোতাক্ষ নদীতে পলি ভরাটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাব ও পানি কমিটির আয়োজনে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে উক্ত মানববন্ধনে শত শত মানুষ অংগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,সালতা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সরদার রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তরা ক্রসড্যাম বিলম্বে নির্মাণ পূর্বক তালার কপোতাক্ষ নদীতে পলি ভরাটের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।