অলি-মিঠু-টিপু প্যানেলের সমর্থনে বিসিএ লন্ডন রিজিয়নের নির্বাচনী সভা অনুষ্ঠিত

gbn

জিবি নিউজ |লন্ডন ||

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএর দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ১৫ ডিসেম্বর বৃহম্পতিবার নর্থ লন্ডনের এর ব্রামলি রোডের করিয়েন্টার রেষ্টুরেন্টে বিসিএ লন্ডন রিজিয়নের ক্যাটারারদের উদ্যোগে অলি-মিঠু-টিপু  নেতৃত্বধীন সাফরন প্যালনের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিসিএর লন্ডনের রিজিয়নের সেক্রেটারি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন নর্থ লন্ডন রিজওনের প্রবীণ সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিব।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন

ক্যাটারার সাইফুল ইসলাম ।অনুষ্ঠানটি আয়োজন করেন করিয়েন্ডা রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী বিশিষ্ট ক্যাটারার বদরুল হক,ফখরুল ইসলাম ও মাহবুব আলম।

এক্সেল এন্ড সাকসিড‘- শ্লোগাণে অলি-মিঠু-টিপু প্যালেনের ২৪ দফা অঙ্গীকার এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিসিএর সিনিয়র সহ সভাপতি অলি খান, সেক্রেটারী জেনারেল পদপ্রার্থী ও বিসিএর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার পদপ্রার্থী ও বিসিএর সিনিয়র সহ সভাপতি টিপু রহমান, বিসিএর অরগেনাইজিং সেক্রেটারী প্রার্থী ফরহাদ হোসেন টিপু,সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বানী,আব্দুল খালিক চৌধুরী,কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, ডেপুটি সেক্রেটারী জেনারেল কাউন্সিলার মুজিবুর রহমান ঝুনু, বিসিএ স্পোর্টস সেক্রেটারী মইদুল কামালী,বিসিএ রিজিওনের কনভেনর জাকির চৌধুরী,লন্ডন রিজওনের কোষাধ্যক্ষ আক্তার হোসেন,বিসিএ লন্ডন রিজিয়নের সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,ক্যাটারার আব্দুর রহমান নাজ,কাউন্সিলার আমিরুল ইসলাম,ক্যাটারার রায়হান রাজা নাসিম,ব্যবসায়ী বিজয় সুজান,আব্দুল মুকিত,ক্যাটারার সাম হক, শামীম আহমদ,মোহাম্মদ আবু নছর প্রমুখ।

বক্তাগণ আগামী ৫ মার্চ ২০২৩ অনুষ্ঠিতব্য বিসিএর নির্বাচনে অলি-মিঠু-টিপু প্যানেলকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলেন, ব্রিটেনের ভয়াবহ অর্থনৈতিক মন্দার সময়ে কারী শিল্প শতাব্দির সবচেয়ে কঠিন সময় পার করছে।এই সংকট সময় মোকাবেলা করে কারী শিল্পের সমস্যাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে অব্যাহত লবিং ও দাবী বাস্তবায়নে দরকার অভিজ্ঞ লীডারশীপ নেতৃত্ব। সাংগঠনিক কাজে অভিজ্ঞ, মেধাবি এবং চ্যালেঞ্জিং সিদ্ধান্ত বাস্তবায়নে অলি-মিঠু-টিপু প্যানেলকে ভোট দিয়ে কারী ইন্ড্রাস্ট্রির জন্য কাজ করার সুযোগ করে দিতে বিসিএর মেম্বারদের প্রতি অনুরোধ জানানো হয়।

আমাদের লক্ষ্য কারী ইন্ড্রাস্ট্রির জন্য একটি শক্তিশালী ভয়েস তুলে ধরা- উল্লেখ করে অলি-মিঠু-টিপু প্যানেলের বক্তারা বলেন, বিসিএ সদস্যদের সক্রিয় অংশগ্রহন এবং সহযোগিতা নিয়ে বিশেষ করে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির জন্য কাজ করাই আমাদের অন্যতম প্রত্যয়।

প্রসঙ্গত ১৯৬০ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির প্রতিনিধিত্বমূলক সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ কারী শিল্পের নানা সম্ভাবনা, সমস্যা ও দাবী দাওয়া চিহ্নিত করে তা বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ে লবিং ও মূলধারায় এই শিল্পের আলোকিত দিকগুলো তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন