
শোক:শিবগঞ্জের সনাতন ধর্মীয় নেতা শ্যামল কুমার ত্রিবেদী আর নেই

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের নেতা, উপজেলা মন্দির কমিটি সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ সদস্য পুরোহিত শ্যামল কুমার ত্রিবেদী (৫৭) আর নেই। শনিবার সকাল ৮টায় রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শিবগঞ্জ পৌর এলাকার ঠাকুরপাড়ার মৃত.বিষ্টপদ ত্রিবেদীর ছেলে। শনিবার বিকাল ৪টায় শিবগঞ্জ তক্তিপুর মহাশশ্মানে তাকে দাহ করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি বাবুল কুমার ঘোষ ,শিবগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি প্রদীপ গড়গড়িয়া,সাধারন সম্পাদক প্রশান্ত কুমার,তক্তিপুর মহাশশ্মান কমিটি সাধারণ সম্পাদক ও তাঁর ছোট ভাই কমল কুমার ত্রিবেদী সহ জেলার বিভিন্ন শ্রেণ্রী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে,এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার সবশ্রেণীর মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুত্যু সংবাদ শুনে স্থানীয় সাংসদ গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন সহ আ’লীগ নেতৃবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে পরিবারকে সান্তনা দেন।