ভারতকে অলআউট করতে না পারার আক্ষেপ তাইজুলের

gbn

 জিবিনিউজ24ডেস্ক//  

ভারতের বিপক্ষে আজ বুধবার শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ভারতীয় দল সংগ্রহ করেছে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান। দিন শেষে ভারতের উইকেট সংখ্যা আরো বেশি হতে পারত। ৩ ক্যাচ মিস এবং স্ট্যাম্পে বল লেগেও বেল না পড়ায় আক্ষেপ ঝরেছে তাইজুল ইসলামের কন্ঠে। 

ম্যাচে শ্রেয়াস আয়ারের দুই ক্যাচ এবং চেতেশ্বর পূজারার এক ক্যাচ মিসের সঙ্গে যোগ হয়েছে পূজারার স্ট্যাম্পে বল লেগেও বেল না পড়ার দুর্ভাগ্য। প্রথমদিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ৩ উইকেট পাওয়া স্পিনার তাইজুল। সেখানে কথা বলার এক পর্যায়ে অবশ্য ক্যাচ মিসের আক্ষেপ ঝরেছে তাইজুলের কন্ঠে। এমনকি জানালেন মিস হওয়া চান্সগুলো নিতে পারলে অসম্ভব ছিল না ভারতকে অলআউট করা।

যেমনটা বলছিলেন এই স্পিনার, ‘হ্যাঁ আমি এটা বিশ্বাস করি, এটা বলতে পারেন। আরো দশ-পনের ওভার বাকি থাকতে যদি আরো তখন ৫/৬ উইকেট পড়ে যেত। যদি আমরা সেই চান্সগুলো নিতে পারতাম তাহলে সম্ভব ছিল, অসম্ভব ছিল না।’

২২ রানে থাকা অবস্থায় ফিরতে পারতেন পূজারা। কিন্তু নুরুল হাসান সোহান নিতে পারেন নি তার তুলে দেওয়া ক্যাচ। এরপর সোহান মিস করেছেন আয়ারের ক্যাচও। তখন তার সংগ্রহে ৩০ রান। ক্যাচ মিস করেছেন পেসার এবাদতও, ৬৭ রানে ব্যাট করা অবস্থায় সেই আয়ারের ক্যাচ ছেড়েছেন সিলেটের এই পেসার।

প্রথম দিনের শেষ বিকেলে সাগরিকায় সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছেন চেতেশ্বর পূজারা। তাকে বোল্ড করে ফিরিয়ে দেওয়া তাইজুল বললেন, ‘এটা আপনার, আমার কাছে যেটা মনে হয় আর কি লাইন লেন্থটা খুব ভাল ছিল। হয়তো এমন কয়েকটা মিস করছে, তবে আউট হওয়া বলটা বেশি টার্ন করছে, বেশি সুক্ষও ছিল। যার জন্য ও সোজা হয়ে খেলেছে হালকা টার্নের কারণে স্ট্যাম্পে হিট করছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন