ফেসবুকের গোপনীয়তা নিরাপত্তা করতে লগইনেরপরিবর্তন
৫ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য তাদের অজ্ঞাতেই হাতিয়ে নিয়েছে, ফেসবুক
দুর্নীতি ফাঁস করা জনৈক কর্মী সম্প্রতি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে জড়িত সংস্থা কেম্বরিজ অ্যানালিটিকা ৫ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য তাদের অজ্ঞাতেই হাতিয়ে নিয়েছে, ফেসবুক সেই তথ্য মুছে ফেলতে বলার পরও তারা সেগুলি তাদের কাছেই হয়ত রেখে দিয়েছে।

মধুলীনা কলকাতা থেকে || জিবি নিউজ২৪.কম ||
এ ব্যাপারে শোরগোল ছড়িয়েছে বাকি বিশ্বের সঙ্গে ভারতেও। এ দেশেও ফেসবুক ব্যবহার করেন, এমন লোকের সংখ্যা ২০ কোটির বেশি। এবার গ্রাহকদের ভরসা দিতে ফেসবুক জানাল, তারা থার্ড পার্টি অ্যাপসের জন্য তাদের ইউসেজ পলিসি অর্থাত্ ব্যবহার সংক্রান্ত নীতি বদলাচ্ছে। গতকাল খোদ ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ স্বীকার করেন, তাঁরা ভুল করেছেন, জানান, মার্কিন কংগ্রেসের সামনে তিনি এ ব্যাপারে খুশি হয়ে প্রশ্নের জবাবও দেবেন। ভারতও এই ইস্যুতে ফেসবুক সম্পর্কে কঠোর অবস্থান নিয়েছে।