সেমিফাইনালের আগে দারুণ সুসংবাদ পেলেন কোহলি

  জিবিনিউজ24ডেস্ক//      

আইসিসির গেল অক্টোবর মাসের সেরা হওয়ার তালিকায় জায়গা পেয়েছিলেন ভারতের বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে মিলার-রাজাকে হটিয়ে অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোহলি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

এর আগে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি গেল মাসে চার ইনিংস খেলে তিন ম্যাচেই ছড়িয়েছিলেন আলো। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের একটি ইনিংস খেলেন কোহলি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৬২ রান করেন তারকা এই ব্যাটার। সবমিলিয়ে অক্টোবরে ২০৫ গড়ে ২০৫ রান করেন কোহলি, স্ট্রাইক রেট ছিল ১৫০.৭৩। এমন ছন্দেরই পুরস্কার পেয়েছেন কোহলি।

তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার ডেভিড মিলার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে খেলা সিরিজে ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এ ছাড়া ভারত সফরের ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে দুর্বার ছিলেন মিলার। সেঞ্চুরির পর লক্ষ্ণৌতে ৭৫ রানের একটি অপরাজিত ইনিংসও খেলেন তিনি। সবমিলিয়ে অক্টোবরে খেলা ৭ ম্যাচের ৬টিতেই অপরাজিত ছিলেন মিলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে করেন, ৩০৩ গড়ে ৩০৩ রান। স্ট্রাইক রেট ১৪৬.৩৭।

সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা সিকান্দার রাজাও জায়গা করে নিয়েছিলেন আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে। গেল মাসে বিশ্বকাপের প্রথম পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৮২ রানের এক ইনিংস খেলেছিলেন রাজা। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও অবদান রাখেন রাজা। বল হাতে এক উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৩ বলে করেন ৪০ রান। এরপর প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নেওয়ার পাশাপাশি, পাকিস্তানকে হারানোর ম্যাচেও তিন উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন এই অলরাউন্ডার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন