জিবিনিউজ24ডেস্ক//
কিছুটা আক্ষেপ, কিছুটা অতৃপ্তি নিয়েই দেশের পথে উড়াল দিল বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার অ্যাডিলেড সময় সকাল হতেই হোটেল ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ান ছাড়েন তারা। সবকিছু ঠিক থাকলে সোমবার রাতেই তাদের বাংলাদেশে থাকার কথা।
তবে সেই দলের সঙ্গে যান নি সাকিব আল হাসান। অবশ্য দলের সঙ্গে দেশও ছাড়েন নি অধিনায়ক। ক্যারিবিয়ান লিগে খেলে সরাসরি দলের সঙ্গে যোগ দেন নিউজিল্যান্ডে। এবার ফিরলেনও না। তিনি অ্যাডিলেড থেকে গেছেন সিডনিতে। তার পরবর্তী গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে থাকা পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন সাকিব।
সাকিব ছাড়াও নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও ছাড়েন নি অস্ট্রেলিয়া। এই তিন ক্রিকেটার ছাড়া বাকিরা এখন ঢাকায় ফেরার উড়ানে আছেন। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে। আবার তাসকিন আহমেদের স্ত্রী-সন্তান সঙ্গে থাকলেও দলের সঙ্গেই অস্ট্রেলিয়া ছেড়েছেন এই পেসার।
যদিও রোববার পাকিস্তানকে হারাতে পারলে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠতো বাংলাদেশ। কিন্তু অ্যাডিলেড ওভালে ৫ উইকেটের হার মানে দল। তবে এবারের বিশ্বকাপ যাত্রাটা একেবারে মন্দ ছিল না। এসেছে দুটি জয়। মূল পর্বে জয় অধরা ছিল, সেটিও এবার পেয়েছে। সেমিতে প্রথমবারের মতো উঠতে না পারলেও সেই আত্মতুষ্টি নিয়ে ফিরছে টাইগাররা।
গ্রুপপর্বে জিম্বাবুয়েকে ৩ রানে আর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে দল। কিন্তু দক্ষিণ আফ্রিকা (১০৪ রানে), ভারত (৫ রানে) ও পাকিস্তানের (৫ উইকেটে) কাছে হেরে গ্রুপে পঞ্চম হয়ে মিশন শেষ বাংলাদেশের। বড় দলের বিপক্ষে জেতা হলো না তাদের।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে সব ঠিক থাকলে বাংলাদেশ সময় সোমবার রতে সাড়ে দশটার দিকে পৌঁছে যাবে দল। তার আগে সিঙ্গাপুরে ৫ ঘন্টার ট্রানজিট!
দেশে ফিরে অবশ্য তেমন একটা বিশ্রামের সুযোগ নেই। ডিসেম্বরে ভারতের সঙ্গে দেশের মাঠে সিরিজ। সেই সিরিজের শুরু থেকে সাকিব থাকবেন কীনা এটা এখনো নিশ্চিত জানা যায়নি। আপাতত অধিনায়ক পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন