মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

শাহরিয়ার খাঁন সাকিব, মৌলভীবাজার : নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও শ্লীলতাহানি ভিডিও করে জাহিলিয়্যাতকে হার মানানো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির চুড়ান্ত আইন বাস্তবায়ন করার দাবিতে উত্তাল  মৌলভীবাজার।

কুলাউড়া উপজেলাসহ মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিও পালিত হচ্ছে।

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে বুধবার (৭ই অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এতে প্রতিবাদ সমাবেশে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে শহরের চৌহমুহনা চত্বর থেকে শুরু করে বিক্ষোভ মিছিলসহকারে শহরের গুরুত্বপূর্ণ মোড় কুসুমবাগ অবরোধ করে স্লোগান দেন তারা।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার রেড ক্রিসেন্টের সমন্বয়ক মামুনুর রহমান, নবযুগ ছাত্র ও যুব সংস্থার চেয়ারম্যান আজিজুল ইসলাম জয়, সমাজকর্মী এম এ সামাদ, মারুফ আহমেদ পাবেল, মুনাঈদ আহমেদ মুন্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন।

এদিকে একই দাবিতে কুলাউড়ায় ২২ সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ মানববন্ধন বুধবার বেলা সাড়ে ১১ টায় কুলাউড়া চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

 

এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। 

সম্প্রতি বেশ কিছু ধর্ষণ নির্যাতনের ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের রেশ না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় রোববার। এই ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন