জিবিনিউজ24ডেস্ক//
এবারের বিশ্বকাপ প্রথম রাউন্ডে হ্যাটট্রিক দেখেছিল একটি। এবার সুপার টুয়েলভেও আরও এক হ্যাটট্রিকের দেখা মিলল। আয়ারল্যান্ডের জশ লিটল গড়েছেন এই নজির। তার এই কীর্তিতে তার দল আয়ারল্যান্ডও গড়ে ফেলেছে নজির। এমন এক কীর্তির অধিকারী হয়ে গেছে আইরিশরা, যা নেই আর কারো!
আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে ইনিংসের ১৯তম ওভারে আক্রমণে আসেন লিটল। তখন রীতিমতো আগুন ঝরাচ্ছিলেন কেন উইলিয়ামসন। লিটল ওভারের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন তাকে। ৩৫ বলে ৬০ করা নিউজিল্যান্ড অধিনায়ককে ফিরিয়েই ক্ষান্ত হননি তিনি। পরের দুই বলে শিকার করে বসেন জিমি নিশাম আর মিচেল স্যান্টনারকে। তাতেই নিজের হ্যাটট্রিক, আর দেশের অনন্য কীর্তি এসে পায়ে লুটিয়ে পড়ে তার।
এর আগে বিশ্বকাপের প্রথম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মিয়াপ্পান হ্যাটট্রিক করেন। তাদের ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারে চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষকে আউট করেন মিয়াপ্পান। কভারের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের বলেই গুগলি করেন তিনি। বুঝতে না পেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন চারিথ আসালঙ্ক। ওভারের শেষ বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকাকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন মিয়াপ্পান। তার করা গুগলি বুঝতে পারেননি শনাকা। নিজের চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক হয়েছিল ২০০৭ সালে। সে বার হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। এর পর বহু বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও হ্যাটট্রিক হয়নি। গত বছর আয়ারল্যান্ডের কার্টিস ক্যামফার হ্যাটট্রিক করে সেই গেরো খুলেছিলেন। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গাও। এ বারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’টি হ্যাটট্রিক হল।
তবে আজকের ম্যাচে হ্যাটট্রিক করে আয়ারল্যান্ডের হাতে বড় এক কীর্তিই তুলে দিয়েছেন লিটল। এর আগ পর্যন্ত একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপ হ্যাটট্রিক ছিল না কোনো দেশের দখলেও। গেল বিশ্বকাপে ক্যামফার আর এই বিশ্বকাপে লিটলের হ্যাটট্রিকে এই রেকর্ডটা নিজেদের করে নেয় আইরিশরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন