ফেক ফিল্ডিং আর ভেজা কন্ডিশন নিয়ে হার্শার টুইট

  জিবিনিউজ24ডেস্ক//  

অ্যাডিলেডে বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের ওভারে অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে বিশ্বাস বাংলাদেশ দলের। ম্যাচের মধ্যেই তাৎক্ষণিক আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে কোনো ভ্রুক্ষেপই করতে দেখা যায়নি মাঠের আম্পায়ারদের।

ফেক ফিল্ডিংয়ের সেই পেনাল্টি রান দিলে স্কোর বোর্ডে যোগ হতো অতিরিক্ত ৫ রান। এছাড়াও বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে না দিতে।

এ প্রসঙ্গে টুইটারে হার্শা ভোগলে লেখেন, 'সুতরাং আমার বাংলাদেশের বন্ধুদের বলব, লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে দেবেন না। যদি একজন ব্যাটসম্যানও শেষপর্যন্ত টিকে থাকতে পারত, ম্যাচটা বাংলাদেশ জিতত। আমরা সবাই এর জন্য দায়ী...অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না।'

ভোগলে যোগ করেন, 'সত্যিটা হচ্ছে ফেক ফিল্ডিংটা কেউ দেখেনি। আম্পায়াররা দেখেনি, ব্যাটসম্যানরা দেখেনি, আমরাও দেখিনি। আইনের ৪১.৫ ধারায় ফেক ফিল্ডিংয়ে জরিমানার বিধান আছে আম্পায়ারের কাছে এটি বোধগম্য হতে হবে। কিন্তু কেউই তো ঘটনাটা দেখেনি। তাহলে কার কী করার আছে?’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন