আমরা আত্মবিশ্বাসী, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো

স্পোর্টস ডেস্ক//

সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের কাছে ধরাসায়ী হয় বাংলাদেশের নারীরা। সে ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে হারে সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিরা। সে ম্যাচের বাজে ভুলে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। আজ বুধবার দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা। জানালেন, দলের সবাই ইতিবাচক আছে, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো।

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে এসব নিয়ে ভাবছেন না স্পিনার সানজিদা, জানালেন ম্যাচে হার জিত থাকবেই।

এ নিয়ে সানজিদা বলেছেন, 'অবশ্যই আমাদের সিনিয়র আপুরা অনেক ইতিবাচক। তারা সবসময় জুনিয়রদের সমর্থন দেয়। আমি দলের মধ্যে জুনিয়র, সিনিয়ররা সবসময়... হার-জিত দলে থাকবেই, এটা নিয়ে কোনো নেতিবাচতা আমাদের নাই। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো।'

পাকিস্তানের থেকে অনেক কম শক্তিশালী দল মালেয়েশিয়া। এর আগে এই প্রতিপক্ষের সঙ্গে খেলেছে বাংলাদেশ ফলে ধারণা রয়েছে সানজিদার, জানালেন আগামীকালের ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান এই স্পিনার।

সানজিদা বলেন, 'মালেশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। ইন শা আল্লাহ ভালো হবে মোটামুটি। যেমন আমি গত ম্যাচে দলের চাওয়া অনুযায়ী পারফরম করতে পারিনি। টার্গেট থাকবে পরের ম্যাচে যেন নিজেকে উজার করে ধরতে পারি।'

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন