জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন কর্মসূচী পালন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সংগঠন।সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন করে ঝিনাইদহ প্রেসক্লাব। এসময় প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়ার্দ্দারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে সরকারি কেসি কলেজের সামনে মানববন্ধনের আয়োজনে করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।এর আগে ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউট এর শিক্ষার্থীরা সকালে ইনষ্টিটিউট এর সামনের মহাসড়কে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে কলেজের কয়েকশ শিক্ষক,শিক্ষার্থী অংশগ্রহন করেন। বক্তারা অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। সেই সাথে এ ঘটনার মুলহোতাদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।