‘তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন’, বাংলাদেশের মারিয়াকে শচীন

gbn

 জিবিনিউজ24ডেস্ক//

ভারতের কিংবদন্তিতুল্য ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কথা বলেছেন বাংলাদেশ অ-১৯ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা। ইউনিসেফের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। ভার্চুয়াল ওই সংলাপে এ দুজনের সঙ্গে ছিলেন ভারতের নারী ফুটবলার অংশু কাশ্যপও। সেই আলাপে শচীনের সঙ্গে শুধু কথাই হয়নি, কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের বেশ প্রশংসাও পেয়েছেন তিনি।

ভিডিও কলে শচীনের সঙ্গে আলাপটা শুরু হয় শচীনের বাংলা কথা দিয়ে। তিনি বলেন, ‘কেমন আছ মারিয়া?’ এরপর মারিয়া বলেন, ‘আমি ভালো আছি, আপনি কেমন আছেন।’ শচীন হেসে জবাব দেন, ‘ভালো, আমি ভালো আছি।’ এরপরই শচীন মারিয়া মান্ডাকে প্রশংসা করে বলেন, ‘তুমি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার এরপর চাপ সামলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় বাতলে দেন দু’জনকে। তিনি বলেন, ‘অতীত ভুলে বর্তমানে জোর দাও।’ জিজ্ঞেস করেন করোনাকালে ফিট থাকার মন্ত্রও।

উত্তরে মারিয়া বলেন, ‘আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া সূচি মেনে আমরা অনুশীলন করেছি।’ শচীনের সঙ্গে আরও কিছুক্ষণ আলাপচারিতা হয় দুই নারী ফুটবলারের। এরপর সবাইকে ধন্যবাদ জানান লিটল মাস্টার।

সেই সংলাপের ভিডিও ব্যক্তিগত ফেসবুকে প্রকাশ করেছেন মারিয়া। সেখানে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে ইউনিসেফকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইউনিসেফ দক্ষিণ এশিয়ার শুভেচ্ছা দূত এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সাথে আমার এবং আংশুর ইউনিসেফের মাধ্যমে কথা বলার  সু্যোগ হয়েছিল। আমাদেরকে উনি শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে পরামর্শ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ইউনিসেফ। এত বড় সুযোগ করে দেওয়ার জন্য।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন