মৌলভীবাজারে ৪ অক্টোবর থেকে পক্ষকাল ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন

জিবিনিউজ 24 ডেস্ক //

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পক্ষ সফলভাবে পালনের লক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা করেছে সিভিল সার্জন অফিস।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা ত‌ওহীদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ ও পাতাকুড়ির দেশ পত্রিকার সম্পাদক এস এম উমেদ আলী।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭ টি ইউনিয়নের ১ হাজার ৬শ ৪৬ টি কেন্দ্রে ২ লক্ষ ৪০হাজার ৪শ ৬৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ০৪ অক্টোবর থেকে পক্ষকাল ব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার করোনা পরিস্থিতির কারণে এবার স্বাস্থবিধি মেনেই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কোভিট আক্রান্ত শিশুরাও নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী ক্যাপসুল খেতে পারবেন।

সভায় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন